প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৩ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে আটক ৭ দালালের সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলা পাতারিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ শামছুল আলম(৪১), নগরীর নতুন বাজার হরিজন পাড়ার রঘুনাথ হরিজনের ছেলে বিজয় দাস হরিজন (৪৫), চরপাড়া এলাকার আঃ হান্নানের ছেলে মোঃ তুষার আহম্মেদ (২৬), চরপাড়া বউ বাজার এলাকার আঃ রউফ এর ছেলে মোঃ রতন মিয়া (৪৭),চর কালিবাড়ীর মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আলাল উদ্দিন (৩২), গনে শ্যামপুর এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২৬), ফুলপুর উপজেলার সিঙ্গীমারী এলাকার হেলাল উদ্দিনের ছেলে পাভেল (২৩),

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায়  র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় দালাল চক্রের
সাত সদস্যের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন।

গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল।

দালাল চক্র নির্মূলে র‌্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃতদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com