প্রকাশিত হয়েছেঃ মে ২৪, ২০২৩ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের আব্দুলআহাদের বাড়ির পাশে পানি নিষ্কাষণের জন্য এক বছর আগে নির্মান করা কালভার্টির বিভিন্নঅংশে ফাটল  দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহএকাধিক জায়গায় ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এছাড়াও সোনারুপা ৪নং ওয়ার্ডের রামকরন পাষীর বাড়ির সামনের রাস্তায় একটি গাইড ওয়াল নির্মান করা হয়। এই গাইড ওয়ালেরওবিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। উপজেলা প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী কে ম্যানেজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করেছে যার ফলে কালভার্টটিনির্মাণে বছর পেরোনোর আগেই ভেঙে যাচ্ছে। ব্যাপারে জানতে  চাইলে মুঠোফোনে কথা হয়ঠিকাদারী প্রতিষ্ঠান খুরশিদমায়া এন্টারপ্রাইজের প্রোপাইটর জাকির হোসেন মনির এর সাথে।তিনি প্রতিবেদককে বলেন, বন্যার পানি প্রবাহিত হওয়ায় কালভার্টটি ফেটে গেছে। এদিকউপজেলার একই ইউনিয়নের সোনারুপা নং ওয়ার্ডের রাম করন পাষীর বাড়ির সম্মুখে রাস্তায়গাইড ওয়াল নির্মান করা হয়েছে। জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এইনির্মাণধীন গাইড ওয়ালটি ঝুকিপূর্ণ হয়ে যায় এবং  বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। ২০২১২২অর্থ বছরের এডিপি তালিকাভুক্ত কাজ। এবিষয়ে যোগাযোগ করলে, জুড়ী উপজেলাপ্রকৌশলী ননী গোপাল দাশ বলেন, কালভার্টটি মেরামত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান কেবলছি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com