প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৩, ২০২১ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ

Spread the love

জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ২১০ লিটার চোলাই মদ  সহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। উপজেলার  গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই  চা বাগানের, মাংগুয়া মুন্ডার,পুত্র  লক্ষীন্দর মুন্ডা (৩২)।জানা গেছে, গত (১২/আগস্ট/২০২১ ইং ) বৃহস্পতিবার  রাত ১০ ঘঠিকার সময় জুড়ী থানা ওসি সঞ্জয় চক্রবর্তী এর  নেতৃত্ব,এস আই জাকির হোসেন ভূইয়া,এ এসআই মোঃ মনিরুল ইসলাম,ক নং ফরিদ আহমেদ,নাছির উদ্দীন,নবীর হোসাইন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে,লক্ষীন্দর মুন্ডা কে  আটক করে।পরে তার  নিজস্ব বাড়ি  তল্লাশি করে ২১০ লিটার চোলাই মদ  উদ্ধার করে।মাদক কারবারি লক্ষীন্দর মুন্ডা এর  বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন প্রতিরোধ আইনে জুড়ী থানায় মামলা নং- ০৫/২০২১ ইং,গ্রেফতার কৃত আসামীকে ১৩/আগস্ট /২০২১ ইং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com