প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩১, ২০২৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখার নেতাকর্মীরা।
গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের জামতলা মোড় এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক এস এম শাহরিয়ার মনির, সদস্য সচিব মাহমুদুল হাসান মেহেদী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রেজা যুগ্ম সদস্য সচিব মাজারুল ইসলাম, শরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, আনারুল হক নুরুল্লাহ, যুব অধিকার পরিষদ এর সভাপতি শরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক স্বপন, ঝর্না আক্তার জুই, হিমেল জাহিদ, আশিক রাব্বি ফরিদ, ছাত্র অধিকার পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান রাতুল, জয় মুস্তাকিম, আসিফ প্রত্যয়, দীন ইসলাম সিয়াম প্রমূখ। এছাড়াও এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন ও যুব নেতা মুফতি তারেক বিন হাবিব বক্তব্য রাখেন।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের
গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এবং জাতীয় পার্টিসহ ১৪ দল এর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
####