প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবলীগের কর্মসূচি পালন করা হয়েছে। তারই ধারাবহিকতায় গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ এর উদ্যোগে পথযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পৌরশহরে মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে গফরগাঁও উপজেলা আওয়ামী যুবলীগ।
উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সজীব।
বক্তারা বলেন, অতীতে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া , জনগণ ও পুলিশের উপর হামলা করেছে। এবার তা আর করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা আওয়ামী যুবলীগ এর নেতাকর্মীরা সর্তক আছে। যে কোন সময়ে তাদেরকে প্রতিহত করা হবে।