প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৩, ২০২২ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নতুন বাজার হতে পুরাতন সাবরেজিষ্ট্রি অফিস বাইপাস রাস্তায় ভাঙ্গনে জনদুর্ভোগ লাগবে সরেজমিনে পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ।

রোববার (১৩ নভেম্বর) বিকালে এই ভাঙ্গা রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়ক। সড়কটি তারাকান্দা বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এবং ধোবাউড়া  যাওয়ার সংযোগ সড়ক হওয়ায় প্রায় সবসময় লেগে থাকে যানজট। ফলে ভোগান্তিতে পড়তে হয় মানুষের। এমতাবস্থায় ময়মনসিংহ থেকে তারাকান্দার ভূষাগঞ্জ, হরিয়াগাই, টিউকান্দা,বওলা হয়ে ধৌবাউড়া যাওয়ার জন্য এই বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। এই রাস্তাটি সাম্প্রতিক বৃষ্টির কারণে পানি জমে কার্পেট উঠে গিয়ে বড় গর্তে পরিণত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। জনসাধারণের এ দুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেন তারাকান্দা ইউএনও
মিজাবে রহমত। এসময় তারাকান্দা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। এসময় রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com