প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩১, ২০২২ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় অনুমোদনহীন ডায়াগনোস্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনার মাধ্যমে সেগুলো সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।
বুধবার (৩১ আগষ্ট) দুপুরে স্বাস্থ্য প্রশাসনের পরিচালিত অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।
এই প্রতিষ্ঠানগুলো সরকারী অনুমোদনবিহীন অবস্থায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছিলো বলে জানা যায়। প্রতিষ্ঠানগুলো হলো-পপুলার ডায়াগনোস্টিক সেন্টার, রোগ নিরাময় ডায়াগনোস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার, তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র, সুস্বাস্থ্য ডায়াগনোস্টিক সেন্টার।
তারাকান্দায় পরিচালিত অভিযানে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম মঞ্জু,আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট,মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল হাসান,ডা.কামরুল ইসলাম কুসুম,ডা.তানজিলুল হাকিম নিলয়,ডা.রিফাত শাহরিয়ার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।