প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৫, ২০২২ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ
তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালিত হয়।
শুক্রবার (৫ আগষ্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন,উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা শিক্ষা অফিসার নিলুফা হাকিম প্রমুখ।
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক বেকার যুবকদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়ছে।