প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২২ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।।

‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্ঠি দুই-ই আসে’ এ শ্লোগানে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা।

মঙ্গলবার (২৬ শে জুলাই) সকালে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।

কৃষি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়,  প্রতিটি স্টলে রয়েছে বনজ,ফলজ, ঔষধি এবং বিভিন্ন ধরনের ফল ও বৃক্ষের সমারোহ। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ১২টি স্টল স্থান পেয়েছে।

কৃষি মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কর্মকর্তা রকিব আল রানা।
উক্ত আলোচনা সভায় , উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা বৃন্দ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com