প্রকাশিত হয়েছেঃ জুলাই ২১, ২০২২ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে তারাকান্দায় সাংবাদিক জুয়েলের উপর হামলাকারী রহিম উদ্দিন কে পুলিশ গ্রেপ্তার করে  বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো: জুয়েল মিয়া (৩২) কে গত রবিবার সকালে তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের নিজ বাড়ি হইতে পেশাগত দ্বায়িত্ব পালনে  ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির সামনে বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ইউপি রাস্তায় পৌচ্ছামাত্র পৃর্ব বিরোধের জের ধরে মো: রহিম উদ্দিন,মো: কছিম উদ্দিনসহ ৬/৭জন পথরোধ করে মারধর করে এবং ল্যাপটব,মোবাইলসহ ১লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ঐ সাংবাদিক বাদি হয়ে তারাকান্দা থানায় মামলা দায়ের করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর নির্দেশে মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুস সবুর তদন্তভার গ্রহণের পড় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী আব্দুর রহিম (৫০) কে গ্রেফতার করে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com