প্রকাশিত হয়েছেঃ জুন ২৮, ২০২২ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।
ময়মনসিংহের ত্রিশালে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) কতর্ৃক নির্মিত মৎস্য আহরণোত্তর সেবা কেন্দ্র ২৮ জুন মঙ্গলবার শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল  আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সৈয়দ আলমগীর, ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালাক ড.আফতাব হোসেন,ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার পাল, প্রকল্প পরিচালক এস.এম মনিরুজ্জামান, সহকারি, ত্রিশাল পৌর মেয়র এ.বি.এম আনিছুজ্জামান, প্রকল্প সহকারি পরিচালক শেখ মনিরুল ইসলাম, ত্রিশাল মৎস্য আহরণোত্তর সেবা কেন্দ্রের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ। সহকারি কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারি পরিচালক শিলা রায়, ত্রিশাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লাল প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com