প্রকাশিত হয়েছেঃ জুন ১০, ২০২২ সময়ঃ ৪:০৯ অপরাহ্ণ

ত্রিশাল থেকে স্টাফ রিপোর্টার।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও রবীদ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বহস্পতিবার সন্ধ্যায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সমিত্র শখ এবং রবীদ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমর উপস্থিতিতে  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কষিবিদ ড. হুমায়ুন কবীর এবং রবীদ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. সাহাব উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচারলক রাধ শ্যাম, অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান এবং রবীদ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগরর চেয়ারম্যান প্রধান প্রফেসর ড. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থত ছিলেন।

সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠান শেষে ‘বাংলার নবজাগরণ: বিদ্যাসাগর থেকে বঞ্চিমচদ্র’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সমিত্র শেখর সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন রবীদ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. শাহ্ আজম এবং সভাপতিত্ব করেন রবীদ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফখরুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com