প্রকাশিত হয়েছেঃ মে ২৮, ২০২২ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ
তারাকান্দা ( ময়মনসিংহ) প্রতিনিধি, ২৮ মে।।
দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুরে তারাকান্দা স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে ময়মনসিংহ -শেরপুর মহাসড়কের তারাকান্দা বাসট্যান্ডে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার তারাকান্দা প্রতিনিধি ও তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর তালুকদার। অবিলম্বে মামলা প্রত্যাহার ও সাংবাদিকদেরকে হয়রানি বন্ধের দাবিতে বক্তব্য রাখেন, তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি এম.এ কাশেম সরকার, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার তারাকান্দা প্রতিনিধি রফিক বিশ্বাস, তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার তারাকান্দা প্রতিনিধি মোঃ নাজমুল হক, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও তারাকান্দা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সোহেল রানা সহ তারাকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।