প্রকাশিত হয়েছেঃ মে ২৭, ২০২২ সময়ঃ ২:৫৪ অপরাহ্ণ

জহিরুল কাদর কবীর,  স্টাফ রিপোর্টার ত্রিশাল,২৭ মে।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামর ১২৩ তম জন্মজয়Íী উপলক্ষ্য নজরুল বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হয়ছ। এ লক্ষ বহস্পতিবার বিকল বিশ্ববিদ্যালয়র প্রশাসনিক ভবনর কনফারন্স কক্ষ অনুষ্ঠিত সমিনার প্রধান অতিথি হিসব উপস্তি ছিলন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগর সচিব নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফসর ড. সমিত্র শখরর সভাপতিত্ব অনুষ্ঠান ‘ অবিনাশী অগি-বীণা: প্রসঙ্গ মিথ’ শীর্ষক প্রবন্ধ উপস্াপন করন অধ্যাপক ড. তারানা নুপুর, ‘অগি-বীণা কাব্যর বিষয় প্রসঙ্গ: শতবর্ষ প্রাসঙ্গিকতা’ প্রবন্ধ উপস্াপন করন ড. শামসুজ্জামান মিলকি। আলাচনা করন ঢাকা বিশ্ববিদ্যালয়র বাংলা বিভাগর অধ্যাপক ড. হাসন আরা। স্বাগত বক্তব্য দন বিশ্ববিদ্যালয়র রজিস্ট্রার কষিবিদ ড. হুমায়ুন কবীর। এসময় উপস্তি ছিলন ট্রজারার প্রফসর জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদর ডিন প্রফসর ড.নজরুল ইসলামসহ বিভিন বিভাগর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারবদ। সমিনার শষ গাহি সাম্যর গান মঞ্চ সন্ধ্যায় আবত্তি, সংগীত ও যাত্রাপালা ‘মধু-মালা’ পরিবশনা করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com