প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১০, ২০২৫ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
ময়মনসিংহের ফুলপুর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে ফুলপুর হানাদার মুক্ত হয়েছিল।
মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা’র নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন।
এসময় বক্তারা ফুলপুর মুক্ত দিবসের তাৎপর্য ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

