প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের তিনটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মতিউর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ দেলোয়ার হোসেন শামী। বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আজহারুল হক, উদ্দোক্তা মনিরুল ইসলাম চমক, বোরহান উদ্দিন ও লাকী আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাফাত জামান পনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
প্রদর্শনীতে প্রায় ৩৮টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, খরগোশ, বিড়াল, সৌখিন পাখি, ঘোড়া, বিভিন্ন রকমের ঘাস, দুগ্ধজাত পন্য, পশুর খাবার এবং চিকিৎসা সামগ্রী প্রদর্শন করা হয়। শত-শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করেছেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com