প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৭, ২০২৫ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের চংবিরই গ্রামের মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মফিজুল ইসলামের বাড়ীতে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসত ঘরগুলোর পুনর্নির্মাণে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের নিকট ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত ঢেউ টিন ও নগদ টাকা প্রদান করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জাহাঙ্গীর আলম, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান ও উপ- সহকারী প্রকৌশলী শাহীন আকন্দ এর উপস্থিতিতে অসহায় ও অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মোট ২ টি পরিবারকে (প্রতিটি পরিবার) কম্বল, শুকনো খাবার, দুই বান্ডিল করে টিন ও ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।

পিআইও মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ক্ষতিগ্রস্ত বাড়ির কাঠামো পুনর্গঠনে সহযোগিতা দেওয়া হচ্ছে। কেউ যেন আশ্রয়হীন না থাকে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউএনও এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবিক সংকটে পড়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসন সহায়তা প্রদান করতে সম্ভব হয়েছে। “দুর্যোগের সময় উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে আছে।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com