প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা শ্রমিকদল নেতা শরিফ আহমেদের পিতা, পাঁচবাগ গ্রাম মড়লবাড়ী নির্বাসী, পাঁচবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম হোসেন মাস্টার (৭০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা পাঁচবাগ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজাপূর্ব আলোচনা অংশ নেন এবং শোক প্রকাশ করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ খান। পরে তাকে পাঁচবাগ কবরস্থানে দাফন করা হয়।
###

