প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৫, ২০২৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর উত্তরবাজার এতিমখানা এলাকা থেকে পিকআপ ভর্তি ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
থানা সূত্র জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগনাল দেয়। পুলিশের সিগনাল অমান্য করে পিকআপটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিছু নিলে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে। পরে এতিমখানা এলাকার কাছে পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এরপর গাড়ি তল্লাশি করে ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

