প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৫, ২০২৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীতে বিভিন্ন অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা সহ সাজা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ জনকে ৫০ হাজার টাকা করে এবং ১ জনকে ৮০ হাজার টাকাসহ মোট ৪ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও উক্ত ধারায় পাঁচজনকে ১০ দিনের এবং ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ময়মনসিংহ সদর কোম্পানী, র্যাব-১৪ এবং র্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা’র সহিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহ সিভিল সার্জন অফিস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানান, সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর চড়পাড়া এলাকায় বিভিন্ন অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথভবে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে “ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯” এর ৫২ ও ৫৩ ধারা মোতাবেক বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকার পরিবেশ থাকায় সাইফুল ইসলাম (৪৫), হিরামন আহমেদ, মতিউর রহমান(৫৭), মোঃ মনছুর আলী, মোঃ নিরব মিয়া, চন্দন সরকার, সবুজ মিয়া, আহসান হাবিব (৩৭) সহ প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং মোঃ এমদাদুল হক(৪২)কে ৮০ হাজার টাকা জরিমানা পূর্বক সর্বমোট-৪ লক্ষ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও উক্ত ধারায় ময়মনসিংহ সানকিপাড়া এলাকার মোঃ মাসুম রাহাত খান(৫৫), চরপাড়া এলাকার মোঃ গাজী মাজহারুল আনোয়ার(৪২), নান্দাইল উপজেলার মোঃ সফিক (৩০), নেত্রকোনা মদন থানার ইমরান হাসান(৩২) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং নেত্রকোনা পূর্বধলা উপজেলার মোঃ মতিউর রহমান(৫৭) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত, সদর কোম্পানি কমান্ডার, র্যাব-১৪, ময়মনসিংহ, শাহ্ মোঃ জুবায়ের, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট র্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা এবং মেডিকেল অফিসার ডাঃ শারমিন ইসলাম, সিভিল সার্জন অফিস, ময়মনসিংহ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জনগনের কল্যাণের স্বার্থে র্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

