প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩০, ২০২৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মো: সাব্বির রায়হান (২৯) নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ আগস্ট) সন্ধায় ভালুকা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হামলার শিকার সাব্বির রায়হান। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি মোঃ সাব্বির রায়হান পিতা-মোঃ রুহুল আমিন, মাতা-মোছাঃ শিরিনা আক্তার, সাং-মেদিলা, ইউনিয়ন-ভালুকা, বর্তমান সাং-২নং ওয়ার্ড ভালুকা পৌরসভা, উপজেলা-ভালুকা, জেলা-ময়মনসিংহ। তিনি বলেন, বিবাদী ১। মোঃ ফিরুজ মিয়া (৩৮) পিতা-মৃত আঃ রশিদ, সাং-২নং ওয়ার্ড ভালুকা পৌরসভা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ একজন লোভী, মাদক ব্যবসায়ী, প্রতারক, ভন্ড, সন্ত্রাস, চাঁদাবাজ প্রকৃতির লোক। উক্ত বিবাদী আমার পরিচিত। আমি একজন প্রতিবন্ধী মানুস। কৃত্তিম হাত দিয়া আমি চলাফেরা করি। আমি বিপিডিবি অফিস ভালুকায় চাকুরী করি। কিছুদিন যাবত উক্ত বিবাদী অহেতুক আমার সাথে হিংসা করিয়া বিভিন্ন সময়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়া আসিতেছিল। তাহার একটি সংঘবদ্ধ দল আছে। আমি প্রতিবাদ করলে বিবাদী প্রায় সময় আমাকে মারপিট করাসহ খুন জখম করার হুমকি দেয়। গত ২৭/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমি ভালুকা থানাধীন ০২নং ওয়ার্ড ভালুকা বাজার জনৈক রুহুল আমিন এর পানের দোকানের সামনে ছিলাম। ওই সময় উক্ত বিবাদী পূর্ব পরিকল্পিত ভাবে পূর্বশত্রুতার জের হিসাবে একটি লোহার রড় হাতে নিয়া আমার কাছে আসে এবং আমাকে অহেতুক অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। আমি প্রতিবাদ করায় বিবাদী আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে রড় দিয়া পিটিইয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে নিলা, রক্ত জমাট বেদনা দায়ক জখম করে। এক পর্যায়ে বিবাদী আমার কৃত্তিম হাতটি ছিনিয়ে নিয়ে যায়, যার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকাসহ আমার পরিহিত পাঞ্জাবীর ডান পকেট থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা জোর পূর্বক নিয়া যায়। পরে বিবাদী আমার ডান চোখের মধ্যে স্বজোরে ঘুষি মেরে চোখ রক্ত জমাট গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে আশ পাশ থেকে বহু লোকজন এগিয়ে এলে বিবাদী আমাকে হুমকি দেয় যে, উক্ত বিষয়ে মামলা মোকদ্দমা করলে সুযোগমত পুনরায় আমাকে পেলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে দ্রুত চলে যায়। পরে আমার লোকজন আমাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়া ভর্তি করেন। আমি কিছুটা সুস্থ্য হয়ে আপনাদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে আমি যেন জীবনের নিরাপত্তাসহ প্রকৃত বিচার পাই। এসময় সাব্বির রায়হানের বাবা রুহুল আমিন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com