প্রকাশিত হয়েছেঃ আগস্ট ৩০, ২০২৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার স্থানীয় রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাকসুদুল আলমের সভাপতিত্বে ও
সেক্রেটারি মাওলানা এমদাদুল হকের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গফরগাঁও – পাগলা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন বিভাগের সদস্য মোফাজ্জল আনসারী, পাগলা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুল ইসলাম, যশরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বারবাড়িয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আরিফুল ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মাইনউদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি মাওলানা ইসমাঈল হোসেন সোহেল তার বক্তব্যে বলেন, ইউনিয়ন সংগঠনই হচ্ছে ইসলামী আন্দোলনের ভিত্তিমূল। ইউনিয়নের দায়িত্বশীলরা যদি কর্মঠ হয় তবে আমাদের পরিধি বৃদ্ধি পাবে। সুশৃঙ্খল ও সুসংগঠিত প্রতিটি ইউনিয়নই হবে ইসলামী আন্দোলনের প্রেরণার বাতিঘর।
ন্যায় ইনসাফের ভিত্তিতে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনকে বেগবান করতে ইউনিয়ন দায়িত্বশীলদের অকুতোভয় ও আপোষহীন ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার আদায়ে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের নিজ নিজ কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
বৈঠকে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে প্রায় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com