প্রকাশিত হয়েছেঃ জুলাই ৭, ২০২৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে নিহত তোফাজ্জল হত্যা মামলার দুই আসামীসহ চারজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার গুলশান এলাকার দেওয়ান মোখলেছুর রহমানের ছেলে হত্যা মামলার আসামী গত উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী (কাপ পিরিচ) দেওয়ান ফেরদৌসুর রহমান (৫২) ও উপজেলার জামিরদিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে একই মামলার আসামী নাজমুল ওরফে রাফিকুল ইসলাম নাজমুল (৩৫), ভরাডোবা গ্রামের শামছুদ্দিন শেখের ছেলে সন্ত্রাস বিরোধী আইনের আসামী আল আমীন (৪৩) ও উপজেলার ধীতপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে ইমরান মিয়াকে (৪৪)।
উল্লেখ্য, ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতা আন্দোলনে গত বছরের ৪ আগস্ট উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা হত্যা করা হয়। ওই ঘটনায় ২১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫০ জনের নামে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com