প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩০, ২০২৫ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকা থেকে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক বৃহষ্পতিবার (৩০ জানুয়ারী) সকালে ভালুকা উপজেলার বাওয়ামোড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ট্রাকটি চট্রগ্রামের মিরসরাই থেকে ১৫ মেট্রিকটন রড নিয়ে শেরপুরের নবীনগরে যাচ্ছিলো। ঘটনার সময় ছিনতাইকারীর দায়ের কোপে ট্রাকচালক জুয়েল (৩১) ও তার সহকারী আলম (১৮) আহত হয়েছেন।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে চট্রগ্রামের মিরসরাই থেকে ১৫ মেট্রিকটন রড নিয়ে শেরপুরের নবীনগরের ফারুক এন্টারপ্রাইজে যাচ্ছিলো একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮২৫৬)। পরে রাত চারটার দিকে ট্রাকটি ত্রিশালের চেলেরঘাট এলাকা পৌঁছলে একদল ছিনতাইকারী অপর একটি ট্র্াক নিয়ে রড বোঝাই ট্রাকটির গতিরোধ করে এবং ওই ট্রাকের চালক জুয়েল ও হেল্পার আলমকে কুপিয়ে আহত করে। পরে, তারা হেল্পার আলমসহ ট্রাকটি ছিনিয়ে নিয়ে ভালুকার বাওয়া এলাকায় চলে এসে এবং রডগুলো ছিনতাইকারীদের ট্রাকে স্থানান্তর করতে থাকে। এদিকে, রাত ভোর হয়ে আশপাশের মসজিদে আজান শুরু হওয়ায় ছিনতাইকারীরা কিছু রডসহ ছিনতাইকৃত ট্রাকটি ফেলে তাদের ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। আহত ট্রাকচালক জুয়েল জামালপুর সদরের তামিল গ্রামের সুজা মিয়ার ছেলে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল হুদা খান জানান, ত্রিশাল থেকে ছিনতাইকৃত রডভর্তি ট্রাকটি ভালুকা থেকে উদ্ধার করে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।