প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১, ২০২৫ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাটি গত রোববার বিকালে পৌর শহরের কলাবাগানস্থ ইতক্বানুল কুরআন সুলতানিয়া মাদরাসা কক্ষে অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হুসাইন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা দক্ষিণ সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দীকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের চলমান সংকট ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।” তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রেখে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহসভাপতি, সেক্রেটারি, যুব আন্দোলন, ছাত্র মজলিশ, শ্রমিক, কৃষক ও ওলামা মজলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে সাংগঠনিক দিকনির্দেশনা এবং আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
####