প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার হোসাইন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজীরবাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামের আজিজুল হকের ছেলে। নিহতের মামা এবি সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় সোমবার সকালে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসাইন। পরে, ঘটনার সময় ভালুকা উপজেলার হাজীর বাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়। এতে, দেলোয়ার তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকায় নেয়ার পথে দুপুরে তিনি মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সংবাদটি তারা একটু দেড়িতে পাওয়ার কারণে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাননি। তবে শুনেছেন, ঢাকায় নেয়ার পথে লোকটা মারা গেছেন।
মোট পড়া হয়েছে: ১৩৯