প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৫, ২০২৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় এক মাদরাসা প্রভাষকের বাড়িতে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চাপরবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম শামছুদ্দিন খানের ছেলে প্রভাষক মুজাহিদুল ইসলাম সোহেল খানের বাড়িতে গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে ডাকাতির ওই ঘটনাটি ঘটে। ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ টাকা, মোবাইলসেট ও স্বার্নলংকারসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রভাষক মুজাহিদুল ইসলাম সেলিম খানের বাড়িতে হানা দেয়। ওই সময় ডাকাতদল ওই পরিবারের সদস্য ও বেড়াতে আসা মেহমানদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রভাষক মুজাহিদুল ইসলাম সোহেল খান, রাত ২ টার দিকে তাদের বাড়ির জানালার গ্রীল কেটে ৮-৯ জন লোক ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। নগদ চার লাখ টাকা, স্বর্ণালঙ্কার, ৫ টি আন্ড্রোয়েড মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মাালামাল নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তিনি মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, গ্রীল কেটে চুরি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। পরে চুরেরদল টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। ###