প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩, ২০২৪ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পৌর বিএনপির নেতাকর্মীরা। ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানকে জড়িয়ে অসত্য ও মানহানীকর সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ভালুকা উপজেলা সদরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন নেতাকর্মীরা। ওই মানববন্ধনে পৌরসভার নয়টি ওয়ার্ডের হাজারো নারী-পুরুষ অংশ নেন। পরে, উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল ও পিয়াস মাহাবুব শুভ প্রমূখ বক্তব্য রাখেন।