প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১০, ২০২৪ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার শ্লিপারের ফাঁক দিয়ে পড়ে মারা গেছে ইলমা নামে চার বছরের এক শিশু। ইলমা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের নির্মাণ শ্রমিক মো. বিল্লাল হোসেনের মেয়ে। উপজেলার বর্তা গ্রামে অবস্থিত শিশু বিকাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার (০৯ নভেম্বর) সকালে ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনার জন্যে স্থানীয়রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলাকে দায়ী করছেন।
শিশুর পরিবার ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের নির্মাণ শ্রমিক মো. বিল্লাল হোসেনের মেয়ে ইলমা তার বড় বোন ইজমার সাথে গত শনিবার সকালে ওই বিদ্যালয়ে খেলা করতে যায়। একপর্যায়ে ওই শিশু বিদ্যালয়ে ¯িøপারের সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং প্রায় ছয় মাস আসে ¯িøপারের ঝালাই খোলে ফাঁক হয়ে থাকা ¯িøপারের ফাঁকা অংশ দিয়ে ইলমা নীচে মাটিতে পরে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ¯িøপার থেকে পড়ে শিশু ইলমার মৃত্যুর পর গতকাল রোববার তড়িগড়ি করে ¯িøাপার খুলে ফাঁক হয়ে থাকা ¯িøপিং প্লেট মরামত করা হয়েছে।
স্থানীয়রা জানান, এক শিশুর মৃত্যুর পর তড়িগড়ি ¯িøাপারের খুলে ফাঁক হয়ে থাকা ¯িøপিং প্লেটটি লাগানো হলেও নীচের খোলা অংশ মেরামত করা হয়নি। এতে, যেকোন সময় দুর্ঘটনায় পড়ে শিশুরা আহত হতে পারে। তারা ওই ঘটনার জন্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ভৌমিক ও সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার অবহেলাকে দায়ি করছেন। তাদের মতে ¯িøাপারের খুলে যাওয়া অংশটি অনেক আগেই মেরামত করা উচিত ছিলো।
প্রধান শিক্ষক সুভাস চন্দ্র ভৌমিক জানান, এটি একটি দুর্ঘটনা। তাছাড়া, ¯িøপারটি মেরামতের জন্য দুই মাস আগে এক ওয়েলডিং মিস্ত্রীকে বায়না দেয়া হয়েছিলো। কিন্তু তিনি সময় দিতে পারছিলেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহাম্মেদ জানান, বিষয়টি তাকে জানানো হয়নি। জেনে ব্যবস্থা নেবেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com