প্রকাশিত হয়েছেঃ মে ১৯, ২০২৪ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
সরকার ঘোষিত বেতন-ভাতা প্রদানের দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে পিএ নিট কম্পোজিট মিলের ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা। দাবি আদায়ে রোববার (১৯ মে) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় তারা ওই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে, মহাসড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে, শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে করখানার গেইটে অবস্থান নেয়।
আন্দোলনরত শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেড নামক কারখানার অবস্থান। ওই কারখানার বিভিন্ন বিভাগে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। করখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত স্কেলে বেতন-ভাতা না দেয়ায় করখানার নিটিং ও ডাইং সেকশনের শ্রমিকরা রোববার (১৯ মে) বিকেল তিনটার দিকে তারা মহাসড়কে নেমে আসেন। পরে, শিল্প ও থানা পুলিশ তাদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব দিলে শ্রমিকরা অবরোধ তুলে মহাসড়কের পাশে করখানার গেইটে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখার সময় (সন্ধ্যা সাড়ে ৬ টা) দুই পক্ষের মাঝে আলোচনা চলছিলো।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, সরকার ঘোষিত বেতন দেয়ার দাবিতে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা মাহাসড়কে নেমেছিলো। পরে, তাদের দাবির বিষয়ে আলোচনার প্রস্তাব দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানা গেইটে অবস্থান নেয়। তাদের দাবির বিষয়ে আলোচনা চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com