প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২৪ সময়ঃ ৩:২৪ অপরাহ্ণ

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী, বুধবার সকাল১১ টায় মতিঝিল ওয়াপদা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী গণতান্ত্রিক পার্টি,  ঢাকা দক্ষিন মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার জন্য বিচ্ছিন্ন কোনো লড়াই ছিলনা, এটা ছিল বঙালির অস্তিত্বের লড়াই। ভাষা আন্দোলনের প্রেরণা  ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল চালিকা শক্তি। ভাষা আন্দোলনের শহীদ বরকত, সালাম,  রফিক, জব্বারের রক্তে রাঙা পথ ধরেই আমরা অর্জন করেছি আমাদের মাতৃভূমির প্রিয় স্বাধীনতা।
 এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন,  ১৯৪৭-৪৮ সালে ভাষা আন্দোলনের উন্মেষ পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল উজ্জ্বল উপস্থিতি।১৯৪৮ সালের ১১ মার্চ মাতৃভাষা বাংলার দাবীতে রাজপথে আন্দোলন করে  কারাবরণ করেন বঙ্গবন্ধু। ১৯৫২ সালে কারাগারে থেকেই আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। ভাষা আন্দোলনের অন্যতম রূপকার ও সিপাহশালার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিন মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায়  দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর  জাতিসংঘের সংস্থা ইউনেস্কো কর্তৃক , ২১শে ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় প্রতিষ্ঠিত  করার স্বীকৃতি আাদায়ের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের অবদানকে বাঙালী জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাওলানা আনিসুর রহমান শেখ, মোঃ মামুন পারভেজ, জগদীশ সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা আবু বকর প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com