প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৪ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক – অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটো চালক মানিক (৩০) ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন -নারগিস (৫০), সনিয়া আক্তার (৩৫) ও রতন মিয়া (৬০)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে
অবস্থার অবনতি হলে নারগিস ও রতন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নের টান লংগাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মানিক একই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাড়ী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে পাগলা দিকে যাওয়ার পথে টান লংগাইর গ্রামে বিপরীত দিক থেকে আসা চালভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং অটোরিকশা চালক মানিক ঘটনাস্থলেই মারা যায়।
পাগলা থানার অফিসার ইনর্চাজ (ওসি ) মোহাম্মদ খায়রুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । ট্রাক চালক পলাতক থাকলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com