প্রকাশিত হয়েছেঃ জুন ৩০, ২০২৩ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় অটো ছিনতাই ও চালক আব্দুল খালেক (৬৫) হত্যাকাণ্ডের ঘটনার জড়িত ৫ জন কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার চর আনন্দীপুর এলাকার কিতাব আলী পুত্র সোহেল(৩২), লুৎফরের পুত্র জামান(২৯), ইউসুব আলীর পুত্র সুমন মিয়া (২৩), চর খরিচা বাজারের গোলাম মোস্তফার পুত্র হযরত আলী (৩৫) এবং তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা এলাকার আবুল কাশেমের পুত্র শহিদুল ইসলাম রতন (২৪)।

বৃহস্পতিবার (২৯ জুন ) রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা ও জয়বাংলা বাজার এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশ ও  র‌্যাব-১৪ এর একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার , ৪টি ব্যাটারী ও নগদ ২৮হাজার  টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা পুলিশ ও র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

গত বৃহস্পতিবার সকালে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ডোবা থেকে আবদুল খালেকের মরদেহ উদ্ধার করা হয়। আবদুল খালেক ময়মনসিংহ মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি কামারিয়া ইউনিয়নের চর ফরিদপুর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন। ভোর রাতের দিকে ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে মরদেহ উপজেলার কামারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ডোবায় ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছেলে সোহাগ বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com