প্রকাশিত হয়েছেঃ জুন ২৩, ২০২৩ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
প্রেসকাউন্সিলের কার্ডধারিরাই সাংবাদিক হিসেবে পরিচিতি পাবেন, কথাটি বলেছেন, প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচাপতি মো: নিজামুল হক নাসিম।
সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধিশীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন। গতকাল শুক্রবার (২৩ জুন) সকালে প্রেসকাউন্সিলের আয়োজনে ও ভালুকা প্রেসক্লাবের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহম্মেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, প্রেসকাউন্সিলের সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, নাগরিক টিভির বার্তাসম্পাদক সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ভালুকাপ্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বিএফইউজে ময়মনসিংহ ইউনিটেরসভাপতি আতাউল করিম খোকন, সম্পাদক মীর গোলাম মোস্তফা, ভালুকা প্রেসক্লাবেরসম্পাদক আসাদুজ্জামান সুমন, ওসি কামাল হোসেন প্রমুখ। এসময় ভালুকা, ত্রিশাল ওগফরগাঁওয়ের ৬৬ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

