প্রকাশিত হয়েছেঃ জুন ১৭, ২০২৩ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক পোষাককর্মীকে (৪৫) ধর্ষণে ব্যার্থ হয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। পরে আহত ওই নারীকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এলাকায়। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুন) রাতে পোষাককর্মী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর রিদিশা গার্মেন্টে চাকরী করেন। ডিউটি শেষে তিনি হাইওয়ে মিনিবাসে (ময়মনসিংহ-জ-১১-০১৭৩) চড়ে ভালুকায় আসছিলেন। পথে বাসের চালক রাকিব (২১), হেলপার আরিফ (২০) ও সুপারভাইজার আনন্দ দাস (১৯) তাকে ধষর্ণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিম ধস্তাধস্তি ও ডাক চিৎকার শুরু করলে ধর্ষণে ব্যার্থ হয়ে ধর্ষণ চেষ্টাকারীরা তাকে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার মায়ের মসজিদের কাছে চলন্ত বাস থেকে রাস্তায় ফেলে যায়। খোঁজ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ত্রিশাল এলাকা থেকে বাসচালক টাঈাইল জেলার ধনবাড়ি উপজেলার কুমারপাড়ার আমির হোসেনের ছেলে রাকিব, হেলপার ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার আরফান আলীর ছেলে আরিফ ও সুপারভাইজার একই উপজেলার কাশিগঞ্জের রবি দাসের ছেলে আনন্দ দাসকে আটক করে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com