প্রকাশিত হয়েছেঃ জুন ১৩, ২০২৩ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট ফজলুল হক, ভাইস-চেয়ারম্যান আবু হুরায়রা তালুকদার ও সালামা আক্তার কাকন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১২জুন) রাত পৌনে ১১টায় তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক নৌকা প্রতীকে ২৬ হাজার ৭শ ৬৮ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার ঘোড়া প্রতীকে ২২ হাজার ৯শ ৬৯ভোট পেয়েছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রফিকুল ইসলাম মন্ডল হাত পাখা প্রতীকে পেয়েছেন ১হাজার ৯শত ৩১ ভোট। জাতীয় পার্টির এম এ মাসুদ তালুকদার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ৭ শত ৩৫ ভোট।
 ভাইস-চেয়ারম্যান পদে মোঃ আবু হুরাযরা তালুকদার চশমা প্রতীকে ২৩ হাজার  ৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী শামীম  টিউবওয়েল প্রতীকে ১৫ হাজার ৯শ ৪৭ভোট পেয়েছেন। নজরুল ইসলাম নয়ন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৪শত ১৬ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন পদ্মফুল প্রতীকে ২৯ হাজার ৬শ ৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনা বেগম বেবী কলস প্রতীকে ২৩ হাজার ৫শ ৬৮ ভোট পেয়েছেন।
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১০৪ টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়েছে।
 তারাকান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা-এক লক্ষ ৩২ হাজার ৫শত ৫০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৬ হাজার ৪শত ৫৪ জন। মোট ভোট পড়েছে ৫৩ হাজার ৬শত ৬৯ টি। অনুপস্থিত ভোটারদের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৬৫ জন। মোট ভোট পড়েছে ২০.৭১ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com