প্রকাশিত হয়েছেঃ জুন ১২, ২০২৩ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

তারাকান্দায় বিপুল উৎসাহ উদ্দীপনা, উদ্বেগ-উৎকণ্ঠায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।

সোমবার (১২জুন) সকাল ৮ থেকে শুরু হয়ে চলবে ভোট গ্রহণ যা চলবে বিকাল ৪ পর্যন্ত। তারাকান্দা উপজেলার দশটি ইউনিয়ন এর ১০৪ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। নির্বাচনীয় মাঠে রয়েছেন মোবাইল কোর্ট স্টাইকিং ফোর্স বিজেপি, র‍্যাব, পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী।  নির্বাচনীয় মাঠে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন আটজন ম্যাজিস্ট্রেট।

সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। তারাকান্দা উপজেলার ৩৯ নং ভোট কেন্দ্র চর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টায় গিয়ে দেখা যায়, ভোটার উপস্থিতি সংখ্যা খুবই কম। কয়েকজন পুরুষ ভোটার লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু মহিলা লাইনে কাউকে দেখা যায়নি। বকশিমুল উচ্চ বিদ্যালয়, গোহালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র সরজমিনে ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি খুবই কম। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে ভোটারদের উপস্থিতি।

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। চেয়ারম্যান পদে চার জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। তারা হলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ফজলুল হক নৌকা প্রতীক, আওয়ামী লীগের বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল মাস্টার ঘোড়া, জাতীয় পার্টির এম মাসুদ তালুকদার লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম মন্ডল হাত পাখা। পুরুষ ভাই চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার চশমা প্রতীকে, নজরুল ইসলাম নয়ন তালা, শামীম তালুকদার টিউবওয়েল প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন পদ্মফুল, হাসনা বেগম বেবি কলসি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
তারাকান্দা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ছয় জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ ৩২ হাজার ৫৫০ জন এবং মহিলা কোটার সংখ্যা এক লক্ষ ছাব্বিশ হাজার চার ৫৬ জন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com