প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২৩ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের মুক্তাগাছায় পকেটমার চক্রের মহিলা সদস্য মমতা বেগম (৬০) ওরফে ঝর্ণা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার সাথে ধাক্কাধাক্কি বাঁধে ৪-৫ জনের একদল মহিলা-পুরুষ সাথে মূহুর্ত্তের মধ্যে বৃদ্ধ রাশিদা বেগমের (৬০)। ব্যাংক থেকে উঠানো সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা গায়েব হয়ে যায়।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে মুক্তাগাছা পৌরসভার ইসলামী ব্যাংক হতে  টাকা উঠিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা  তামাকপট্রি রোডের মেসার্স স্বপ্ন ট্রেডার্সের সামনে ঘটনাটি ঘটে।

পরে ভোক্তভোগী ওই মহিলা মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দিলে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ বলেন,বৃদ্ধার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে বৃদ্ধাকে সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন বাজারসহ আশেপাশের এলাকায় খোঁজাখুজির পর পৌরসভার নাপিতখোলা সিএনজি স্ট্যান্ড থেকে মমতা বেগম (৬০) অরফে ঝর্ণা বেগম কে মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে আটক করা হয় এবং দেহ তল্লাশী করে আসামীর কোচা থেকে  ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ৪-৫ জনের একটি দলে ৫ বছর যাবত এধরনের কাজ করে আসছিল বলে স্বীকার করে। বুধবার আসামীকে আদালতে পাঠানো হবে বলে জানাই পুলিশ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com