প্রকাশিত হয়েছেঃ মে ২৯, ২০২৩ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ

জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের মেয়ে লন্ডন বারা অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়েছেন, জোৎস্না রহমান ইসলাম। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোড হোটেল রেজিয়া স্বত্বাধিকারী ও মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক , মরহুম আব্দুর রহমান (মনাফ মিয়ার) দ্বিতীয় মেয়ে। জোৎস্না রহমান কে দায়িত্ব দেওয়া হয় দ্বিতীয় বারের মতো। জোৎস্না রহমান ইসলামের এই সাফল্যকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। উল্লেখ্য গত (২৯/এপ্রিল/২০২১) ইংরেজি তিনি লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন। জোৎস্না রহমান ইসলাম এবং তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তারা এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক-জননী। লন্ডনের রেডব্রিজে তারা বসবাস করেন। মেয়র জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন, পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় এবং মৌলভীবাজার সরকারি কলেজে লেখাপড়া করেন। ১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান, সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজের লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না রহমান ইসলাম। জোৎস্না রহমান এর ছোট বোন ইউকে বিডি টিভির পোগ্রাম ডিরেক্টর সাংস্কৃতিক সংগঠক হেলেন রহমান ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল তাদের ছেলে-মেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠুক। এর জন্য ঐ দেশে এনেছিলেন, আমার বড় বোন কাউন্সিলর জোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জল কররন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com