প্রকাশিত হয়েছেঃ মে ২৯, ২০২৩ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের মিটার চুরি করে আন্তঃজেলা অর্থ আদায়কারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বাকিরুল ইসলাম (২৮) ও নবী হোসেন (৩০)।

জানা যায়, ফুলপুরসহ বিভিন্ন এলাকা থেকে একটি প্রতারক চক্র বিদ্যুৎ এর মিটার চুরি করে নিয়ে যাচ্ছিলো এবং যা ফিরে পেতে যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যাচ্ছিলো। এই নম্বরে যোগাযোগ করে তাদের দেয়া নগদ একাউন্টে আট থেকে দশহাজার টাকা দিয়ে অনেকেই মিটার ফেরত পাচ্ছিলেন। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি ফুলপুর শাখার জোনাল অফিসার মোঃ মজিবর রহমান বাদি হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে গাজীপুর জেলার গাছা থানাধীন কলমেশ্বর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সঙ্গা উপজেলার চড়িয়া গ্রামের বাকিরুল ইসলাম ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাহেতর গ্রামের নবী হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ২ লাখ ৬০ হাজার মূল্যের ১৪টি বিদ্যুতের মিটারসহ বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার হয়। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এসআই মোফাখখিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছে। তাদের নামে বিভিন্ন জেলায় অসংখ্য মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com