প্রকাশিত হয়েছেঃ মে ২২, ২০২৩ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালী ও সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে তারাকান্দা উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা আম্বিয়া বেগম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুধন কুমার বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালবে সরকার।