প্রকাশিত হয়েছেঃ মে ১৫, ২০২৩ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নারী প্রাচারকারী সন্দেহে রিয়াদ মিয়া (২২) ও আকাশ মিয়া (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) মুক্তাগাছার একটি টহলদল। রোববার বিকেলে উপজেলার বর্তা পূর্বপাড়া সার্কাস মাঠ সংলগ্ন একটি কফি হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) মুক্তাগাছার একটি টহলদল ভালুকায় টহলরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারে, বর্তা পূর্বপাড়া সার্কাস মাঠ সংলগ্ন একটি কফি হাউজে দালালদের মাধ্যমে গ্রামের অসহায় ভাগ্যবিড়ম্বিত যুবতীদের এনে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে এপিবিএন ওই কফি হাউজে অভিযান চালায় এবং সেখান থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা এক যুবতী পোশাককর্মীকে উদ্ধার করে। একই সময় তারা রিয়াদ মিয়া ও আকাশ মিয়াকে গ্রেফতার করে। পরে এপিবিএনের জিজ্ঞাসায় ওই যুবতী তাদেরকে জানায়, তার এক নারী সহকর্মীর মাধ্যমে আকাশ মিয়ার সাথে পরিচয় হয় এবং মাসে ২০ হাজার টাকা চাকরীর প্রলোবনে সে তাকে রোববার বিকেলে ওই কফি হাউজে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তাকে দিয়ে দেহ ব্যবসা করার চেষ্টা করে। পরে ঘটনার রাতে এপিবিএন মুক্তাগাছার এসআই সৈয়দ আসাদুজ্জামান বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৩৪) দায়ের এবং গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করেন।
ভালুকা মডেল থানার পরির্দশক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com