প্রকাশিত হয়েছেঃ মে ৩, ২০২৩ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ১০ টার দিকে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের জামতলা নামক স্থানে বেগুন ভর্তি অটোরিকশা উল্টে সাগর শেখ (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাগর শেখ ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম শেখের ছেলে।

অপরদিকে ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সাইফুল ইসলাম (৪৫) উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত আতর আলীর পুত্র।

জানা গেছে, বুধবার বিকাল ৩ টার সময়  ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামার বাজার নামকস্থানে ফুলপুরগামী ট্রাকের সাথে ময়মনসিংহগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম (৪৫) নিহত হন।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, দূর্ঘটনায় সাইফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাকে আটক করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com