প্রকাশিত হয়েছেঃ মার্চ ৩০, ২০২৩ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ
ভোক্তার ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সদরে পাইকারি বাজার ছড়িয়ে পড়ায় বেচাবিক্রিতে ভাটা পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলছেন, খাতুনগঞ্জে প্রায় ৪ হাজারের উপরে ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম রয়েছে। বরাবরের মতো এসব গুদামে এবারো চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা, ডাল, ছোলা, চাল, মসলাসহ সব ধরণের ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম কমতির দিকে থাকলেও সব ধরনের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ক্রেতা সংকটে খাতুনগঞ্জে বেচাবিক্রি অন্তত ৩০ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সরেজমিনে খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, একসময় পবিত্র রমজান মাসে ক্রেতার ভিড়ে জমজমাট থাকতো পুরো খাতুনগঞ্জ বাজার। তবে এবার সেখানে আগের মত ব্যস্ততা চোখে পড়েনি। খাতুনগঞ্জ সড়কে নেই গাড়ির দীর্ঘ সারি। আগে শ্রমিকরা বড় বড় ট্রাকে পণ্য লোড-আনলোডে ব্যস্ত থাকতো। অথচ শ্রমিকরা এখন কিছু ঠেলাগাড়ি, রিকশাভ্যান ও ছোট পিকআপে পণ্য লোড-আনলোড করছেন।
রোজার মাসে ৪২ হাজার টন তেল, ১ লাখ টন ছোলা ও ৩ লাখ টন চিনির চাহিদা থাকে। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি অর্থাৎ ৫ লাখ ৪ হাজার টন তেল, ১ লাখ ৭১ হাজার টন ছোলা ও ১২ লাখ ২৫ হাজার টন চিনি আমদানি হয়েছে।
যদিও গতবছর রোজায় খাতুনগঞ্জে প্রতি লিটার তেল ১৭০ টাকা, প্রতিকেজি ছোলা ৮০ টাকা ও প্রতিকেজি চিনি ৮০ টাকায় বিক্রি হয়েছে। অপরদিকে চলতি বছর রোজায় খাতুনগঞ্জে প্রতি লিটার তেল ১৮৫ টাকা, প্রতিকেজি ছোলা ৮০ থেকে ৯০ টাকা ও প্রতিকেজি চিনি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে খাতুনগঞ্জে কমতির দিকে রয়েছে মসলা ও চালের বাজার। ২০ টাকা কমে প্রতিকেজি জিরা ৫৮০ টাকা, ৭ টাকা কমে প্রতিকেজি দারুচিনি ৩১৫ টাকা, ৫০ টাকা কমে প্রতিকেজি জয়ত্রি ২ হাজারর ৮৫০ টাকা, কেজিতে ৩০ টাকা কমে জায়ফল ৬৩০ টাকা, কেজিতে ৫০ টাকা কমে লবঙ্গ ১৩শ টাকা, কেজিতে ১০ টাকা কমে গোলমরিচ ৬শ, কালিজিরা ২৩০, কেজিতে ৩০ টাকা কমে এলাচ ১৪শ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি সরিষা ৯০, ধনে ১১২ ও তেজপাতা ১০ টাকা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বাদামর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি কাঠবাদাম ৭শ, পেস্তা ২৭শ ও কাজুবাদাম ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি কিশমিশ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।
চালের বাজারে বস্তাপ্রতি দাম কমেছে ১৫০ থেকে ২শ টাকা। বস্তাপ্রতি ২শ টাকা কমে পাইজাম ২ হাজার ৬শ ও নাজিরশাইল ৩ হাজার ৭শ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১শ থেকে ১৫০ টাকা কমে জিরাশাইল ৩ হাজার ৪শ, কাটারি (সিদ্ধ) ২৫ কেজি ১ হাজার ৮৫০ টাকা, মিনিকেট সিদ্ধ ২ হাজার ৬শ, পাইজাম আতপ ২ হাজার ৬শ টাকা, মোটাচাল ২ হাজার ১শ, গুটি স্বর্ণা ২ হাজার ৩৫০, পারি সিদ্ধ ২ হাজার ৬শ টাকায় বিক্রি হচ্ছ। তাছাড়া মিনিকেট আতপ ৩ হাজার টাকা, কাটারি আতপ ৩ হাজার ৮শ টাকা ও চিনিগুঁড়া মানভেদে ৬ হাজার থেকে ৬ হাজার ৬শ টাকায় বিক্রি হচ্ছে।
দুসপ্তাহ আগে চাক্তাই-খাতনুগঞ্জে সয়াবিন তেল মণ প্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ৬ হাজার ৫৮০ টাকা, পাম অয়েল ৪ হাজার ৯৪০ টাকা এবং সুপার সয়াবিন ৫ হাজার ১২০ টাকায় বিক্রি হয়। বর্তমানে সেখানে মণপ্রতি সয়াবিন তেল ৬ হাজার ২০ টাকা ও পাম অয়েল ৪ হাজার ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ৫০ টাকা।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, আমদানি করা পণ্য আগে খাতুনগঞ্জ আসতো। সেখান থেকে সারাদেশে ছড়িয়ে পড়তো। এখন বড় শিল্প গ্রুপগুলো আমদানি পণ্য বন্দরের বহির্নোঙরে নামিয়ে ছোট জাহাজে করে সরাসরি ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। ফলে খাতুনগঞ্জের পুরনো জৌলুশটা চোখে পড়ে না। খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়েনি। কিন্তু ক্রেতাদের আর্থিক অবস্থা ভালো না। ফলে আমাদের সকল ব্যবসায়ীদের বেচাবিক্রি কম গেছে। আগে এখানে প্রতিদিনি গড়ে ২ হাজার ১শ থেকে ২ হাজার ২শ টাকার বেচাবিক্রি হতো। এখন ৩০ শতাংশ বেচাবিক্রি কমে গেছে।
এদিকে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়। তাছাড়া চায়না রসুন ১০৫ টাকা, দেশি রসুন ৬০ টাকা, মিয়ানমারের আদা ১শ থেকে ১১০ টাকা, ইন্দোনেশিয়ার আদা ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। তাই প্রতিকেজি ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে ৪০ টাকা হওয়া উচিত ছিল। কিন্তু ক্রেতা সংকটের কারণে আমরা ৩৫ থেকে ৩৬ টাকায় পণ্যটি বিক্রি করছি। আদা-রসুনও ৫ টাকা কমে বিক্রি করছি। অর্থাৎ আমাদের এখানে কোন ধরনের পণ্যের দাম বাড়েনি। কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা কম। সবাই আর্থিক সমস্যায় আছে। তাই এর প্রভাবে আমাদের বেচাবিক্রিতে স্থবিরতা নেমে এসেছে। আগের মত ব্যস্ততা নেই।
সর্বশেষ খবর
- গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন
- ইসকন নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়ে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
- গফরগাঁওয়ে এলডিপির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- লক্ষ্যমাত্রা অনুযায়ী টাইফয়েড টিকাদান প্রায় ১ কোটি ৯৩ লক্ষ সম্পন্ন
- গফরগাঁওয়ে বিএনপি নেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নাজমুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

