প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ উল্লাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৬ অক্টোবর) বিকালে গফরগাঁও উপজেলা এলডিপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি পৌরশহরের ইমামবাড়ী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে এসে শেষ হয়। পরে উপজেলা দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার, কোষাধ্যক্ষ মীর মোহাম্মদ মঈনুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এক ক্রান্তিলগ্নে জন আকাঙ্ক্ষা পূরণে জননেতা কর্নেল অলির নেতৃত্বে এলডিপি গঠন করা হয়। এখন দলটির নেতা-কর্মীরা মানুষের সমস্যা সমাধানে সমাজে ভূমিকা রাখছে। তিনি ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য এস. এম. মোরশেদকে বিজয়ী করার জন্য আহবান জানান।
####

###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com