প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৬, ২০২৫ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গীর মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীর অপহরণকারীদের গ্রেফতার, গাজীপুরের আশা মনি সহ ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ, সন্ত্রাসী ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলপুর্ব রেলওয়ে ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও শাখার সভাপতি মাওলানা মাহাদী হাসান।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও গফরগাঁও উপজেলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী ।

হাফেজ শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক, হাফেজ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান, যুব মজলিস গফরগাঁও শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী, ছাত্র মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের অবমাননাকারী কর্মকাণ্ডের সাথে জড়িত সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না।
বক্তারা আরও বলেন, ইসলামবিদ্বেষী অপচেষ্টা রুখে দিতে আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলা নেতাকর্মী অংশগ্রহণ করেন।
######

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com