প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৩ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ) দিবাগত রাতে ফুলপুর উপজেলা এক আত্মীয়ের বাড়ী থেকে মতিন কে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, দ্রুত সময়ের মধ্যে পিতা হত্যাকারী সেই পুত্র মতিনকে ফুলপুর থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ছেলের দায়ের কোপে জয়নুদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক ছিলেন।
নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ভোরে জয়নুদ্দিন ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় আ. মতিন পিতা জয়নুদ্দিনকে পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।