প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২১ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ
মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার বার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এর মধ্যে ময়মনসিংহের ৪ জন ও নেত্রকোনার একজন। এরা হলেন, খাদিজা খাতুন , ৪৩ বছর, তারাকান্দা , ময়মনসিংহ । আমজাদ হোসাইন , ৪২ বছর , সদর, ময়মনসিংহ । আব্দুর রব, ৭২ বছর , সদর , ময়মনসিংহ। খোদেজা, ৬০ বছর , সদর , ময়মনসিংহ। নুরুল হক , ৮০ বছর , সদর , নেত্রকোনা।
এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান আরও সাত জন। এর মধ্যে ময়মনসিংহের ৬ জন ও জামালপুরের একজন। এরা হলেন, নিলিমা বিশ্বাস , ৬২ বছর, সদর , ময়মনসিংহ । ফিরোজা বেগম , ৬০ বছর, সদর , ময়মনসিংহ। মিহিরকান্তী সান্যাল , ৬৬ বছর , সদর, ময়মনসিংহ। আলতাফ , ৬৫ বছর , হালুয়াঘাট, ময়মনসিংহ । আক্কাস আলী , ৭৪ বছর , মেলান্দ, জামালপুর । সেতু জামান , ৫৮ বছর , নওমহল , ময়মনসিংহ। ফিরোজা বেগম , ৬০ বছর , সদর,ময়মনসিংহ।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।
এ দিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৫৮টি নমুনা পরীক্ষা করে ৪৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।