প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৩ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ

Spread the love
চট্টগ্রাম ব‍্যুরো।।
চট্টগ্রাম ও ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য বাংলাদেশ এগ্রো বিজনেস ফোরামের সভাপতি, ভারত বাংলাদেশ এগ্রো ব‍্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ চীন এগ্রো ব‍্যবসায়ী ঐক্য ফোরামের সিনিয়র সহ সভাপতি, তানভীর এগ্রো লিমিটেডের ব‍্যবস্হাপনা পরিচালক মোঃ সিরাজুল মনির সাউথ এশিয়া বিজনেস অ‍্যাওয়াড ২০২৩ এর জন‍্য মনোনীত হয়েছেন।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি এবং সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এর যৌথ প্রয়াসে আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৪ টার সময় নেপালের কাঠমুন্ডতে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ও অ‍্যাওয়ার্ড প্রদান করা হবে মোঃ সিরাজুল মনিরকে। এতে নেপালের মন্ত্রী পরিষদ সদস্য ও ব‍্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। দেশের ব‍্যবসায়ী পর্যায়ে অবদান রাখার জন‍্য এ অ‍্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।
এদিকে সাউথ এশিয়া বিজনেস অ‍্যাওয়ার্ড এর মোঃ সিরাজুল মনির মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এর প্রেসিডেন্ট কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রিজওয়ান রহমান, এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, এ অ‍্যাওয়াড প্রাপ্তি দেশের ব‍্যবসায়ীক মহলে অবদান রাখবে। আগামীতে কাজের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি নতুন উদ‍োক্তা তৈরির প্লাটফর্ম হিসাবে কাজ করবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com