প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৬, ২০২১ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ-
দৈনিক নয়া দিগন্তের গাজীপুরের শ্রীপুর উপজেলা সংবাদদাতা নজরুল ইসলাম মাহবুব সোমবার সকাল ৭টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজ (সাবেক পিজি) হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ কন্যা, ১ ভাই ও ৪ বোনসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় ২ মাস যাবত অসুস্থ ছিলেন। অজানা রোগে আক্রান্ত নজরুল ইসলাম মাহবুবকে গত ৩ জুন রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি বাকশক্তি ও জ্ঞান হরালে তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে লাইফ সোপোর্টে রাখা হয়। সোমবার সকাল সাড়ে ৭টায় সেঅবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শ্রীপুরে পৌছালে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার বিকেল ৪টায় শ্রীপুর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড ভাংনাহাটিতে নিহতের নামাজে জানাযা শেষে লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে শ্রীপুর পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সাংসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং শ্রীপুর প্রেসক্লাব, গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে সাংবাদিক নজরুল ইসলাম মাহবুবের ছোট ভাই চ্যানেল ২৪ এর সাংবাদিক আল-আমিন গত রোববার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। তিনিও গুরুতর অসুস্থ। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র থেকে রোববার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে রোববরার রাতে তাকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের বাড়িতে ফেরত আনা হয়। আজ সোমবার সকালে তাকে শ্রীপুরের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার কথা ছিল। কিন্তু তার আগেই বড় ভাই নজরুল ইসলাম মাহবুবের মৃত্যুর খবর আসে। এতে তিনি আরো ভেঙ্গে পড়েছেন। #

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com